এএসসি পাশ ছাত্রী গণধর্ষণের শিকার
প্রকাশিত হয়েছে : ১১:২৭:৫১,অপরাহ্ন ০১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
গোপালগঞ্জে প্রেমিক ও তার অপর দুই বন্ধু মিলে গণ-ধর্ষণ করেছে সদ্য এসএসসি পাশ এক শিক্ষার্থীকে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। ওই শিক্ষার্থী এ বছর কাশিয়ানীর বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই শিক্ষার্থী জানায়, গত ৪ বছর ধরে পদ্মবিলা গ্রামের হৃদয় নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছিল। এসএসসি পাশের আনন্দ উপভোগ করতে সন্ধ্যার পর সে ছেলেটির সাথে দেখা করতে যায়। এক পর্যায়ে ওই যুবক তাকে ধর্ষণ করে বাকী দুই বন্ধুর কাছে ফেলে রেখে চলে যায়।
পরে প্রেমিকের দুই বন্ধুও তাকে ধর্ষণ করে। মামলার বরাত দিয়ে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক এনামুল হক চৌধুরী জানান, ওই শিক্ষার্থী সন্ধ্যার পর নিজেদের বাড়ি থেকে পাশেই চাচার বাড়ি যাবার পথে একই এলাকার যুবক হৃদয়, মার্কিন ও বিরু মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে উপর্যুপরি ধর্ষণ করে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদী হয়ে সোমবার কাশিয়ানী থানায় মামলা দায়ের করেছেন। ডাক্তারী পরীক্ষার জন্য তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ ধর্ষকই এ ঘটনার পর পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, ভিকটিমের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। ডাক্তারী পরীক্ষার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।