ফিনল্যান্ডে বুদ্ধিবৃত্তিক আড্ডার ঊন্মুক্ত আলোচনা
প্রকাশিত হয়েছে : ১১:১৮:২৬,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৪
কেমন আছেন ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশীরা?
রাত্রি,হেলসিংকি: গতকাল দুপুর ১ ঘটিকার সময় কালচারাল সেন্টার(কাইসা) হেলসিংকি, ফিনল্যান্ডে অনুসঠিত হয়েছে এক ঊন্মুক্ত আলোচনা – কেমন আছেন ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশীরা ? আলোচনায় অংশগ্রহণ করেছেন ফিনল্যান্ডের প্রতিথযশা বিজ্ঞান বুদ্ধিবৃত্তিক বাংলাদেশী ড.শিপুল কুমার বড়ুয়া, ড.মিজানুর রহমান, ড.হারুনুর রশিদ, ড.গোলাম সরোওয়ার, ড. মাহাবুব রহমান, এতে আরো উপস্থিত ছিলেন ডাক্তার মামুন উর রশীদ , ডাক্তার ফারজানা রহমান , জনাব মুনির,জনাব বাচ্চু , জনাব রতন , জনাব মোহন , জনাব হাদী , জনাব রিয়াজ, জনাব লুসেন্ট , জনাব খালেদ, জনাব মেহেদী এবং জনাব লিঙ্কন প্রমূখ।
এই আলোচনায় যে বিষয়গুলো স্থান পেয়েছিল তা হলোঃ ১) শিক্ষা (সুযোগ,সুবিধা, পদ্ধতিঃ তুলনামূলক ঊদাহরণ ও আমাদের প্রত্যাশা); ২) সংস্কৃতি (নিজ সংস্কৃতি চর্চায় আমাদের পদক্ষেপ ও ভবিষ্যত করণিয়); এবং ৩) আর্থ-সামাজিক জীবণ জীবিকা (পেশা, কর্মের প্রাপ্তি এবং প্রত্যাশা)।অনুসঠানটি আয়োজন করেছিল বুদ্ধিবৃত্তিক আড্ডা।
আলোচনায় অংশগ্রহণকারী প্রত্যেকেরই আশা একটি সুন্দর বাংলাদেশী সংস্কৃতি চর্চার স্থান পাবে তাদের এই প্রবাশী জীবণে। অনুসঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন ড. মোঃ মঞ্জুরে মওলা।