উলিপুরে ঢিলেঢালা হরতাল পালিত
প্রকাশিত হয়েছে : ১২:২৩:৫৭,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
কুড়িগ্রামের উলিপুরে বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে।
আজ সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দূরপাল্লার যানবাহান ছেড়ে না গেলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। বিভিন্ন যানবাহন যথারীতি চলেছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যাংক-বীমা, দোকানপাট খোলা ছিল। সকালে হরতালের সমর্থনে বিএনপি নেতা-কর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল করে মসজিদুল হুদা মোড়ে পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি খ.ম শাহাজাহান আলী মিয়া, পৌর বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা। কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি। জীবনযাত্রা ছিল স্বাভাবিক।