উপশহর থেকে আটক ছাত্রদল নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১২:১৬:০১,অপরাহ্ন ১১ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর উপশহরে বুধবার সন্ধ্যায় দলীয় সংঘাতের ঘটনায় আটক জেলা ও মহানগর ছাত্রদলের ১২ নেতাকর্মীর মধ্যে ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয় বলে জানায় শাহপরাণ থানা সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, ২২ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠনের লক্ষে উপশহর ডি ব্লকের ২৮ নং রোডের ২নং বাসায় গোপন বৈঠকে বসেন জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এ বৈঠকের খবর জানতে পেরে বৈঠকে হামলা চালায় ছাত্রদলের বিদ্রোহী একটি গ্রুপের নেতাকর্মীরা। এ সময় তারা কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে জেলা ও মহানগর ছাত্রদলের ১২জন নেতাকর্মীকে আটক করে শাহপরান থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন-জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুমেল শাহ, লোকমান হোসেন, ছয়ফুর রহমান জুয়েল, ফয়ছল আহমেদ, মুন্না খান, বাবুল আহমদ, সুয়েদুল ইসলাম সোয়েদ, আব্দুল্লাহ, মাজহারুল ইসলাম ও ইমরুল হোসেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ছাত্রদলের সংঘাতের ঘটনায় গ্রেফতারকৃতদের মধ্যে থেকৈ ১০ জন নেতাকর্মীকে সন্দেহজনক গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।