উদ্ধার হল ‘ভুতুড়ে জাহাজ’ : ৬০ বছর পরও অক্ষত
প্রকাশিত হয়েছে : ৬:৩৫:৫৭,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
হাওয়াইয়ের ওয়াহু সৈকত থেকে উদ্ধার হল ‘ভুতুড়ে জাহাজ’ ইউ এস এস কাইলুয়া। সমুদ্র সৈকত থেকে প্রায় ২০ মাইল দূরে দুই হাজার ফুট নিচ থেকে জাহাজটি উদ্ধার করেন ডুবুরিরা। সবচেয়ে আশ্চর্যের বিষয় ডুবে যাওয়ার ৬০ বছর পরও জাহাজটি আজও অক্ষত রয়েছে। যা দেখে অবাক উদ্ধারকারীরাও।
হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ন্যাশনাল মেরিন স্যানকচুয়ারিজের কর্তারা শনিবার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। রোবট পরিচালিত একটি ডুবোজাহাজের সাহায্যে জাহাজটি উদ্ধার করা হয়েছে।
ডুবোজাহাজের চালক বলেন, ‘সোনার (শব্দ) তরঙ্গের সাহায্যে জাহাজটি আমাদের রাডারে ধরা পড়ে। এই ধরনের উদ্ধারকাজ সবসময়ই খুব উত্তেজনাময়। কিন্তু এই জাহাজ তোলার পর যা দেখতে পেলাম, তা আমাদের কল্পনার অতীত।’
ডুবুরি এবং যারা জাহাজটি উদ্ধার করেছেন, তাদের মতে, অতীতে জাহাজটিকে কোনো টর্পেডোর আঘাতে ডোবানো হয়। কিন্তু জাহাজটির ডেকের, স্টিয়ারিংয়ের যা হাল চাইলে এখনই জাহাজটি চালানো যায়। এমনকি ইউ এস নেভির ছাপ পর্যন্ত মুছে যায়নি জাহাজের ওপর থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজটি টর্পেডোর আঘাতে ডুবিয়ে সমাধি দেয় ব্রিটিশ নেভিই।
১৯২৩ সালে ‘ডিকেনসন’ নামে জাহাজটি প্রথম সমুদ্রে ভাসানো হয়। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবার আক্রমণের পর মিডওয়ে আইল্যান্ড থেকে ব্রিটিশদের উদ্ধার করে ওয়াহুতে ফিরিয়ে আনে ডিকেনসন। তখন এর নাম দেয়া হয় ইউ এস এস কাইলুয়া।
পরে জাহাজটিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। যুদ্ধ মিটে যাওয়ার পরে জাহাজটি পার্ল হারবারেই ফিরিয়ে আনা হয়। ১৯৪৬ সালে টর্পেডোর আঘাতে জাহাজটির সমাধি দেয়া হয় ওয়াহুতে।