‘উত্তরবঙ্গে এবার ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক’
প্রকাশিত হয়েছে : ৫:১৪:৫০,অপরাহ্ন ৩০ মার্চ ২০২৪
উত্তরবঙ্গের মানুষের এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
মো.আবদুল্লা আল আমীন
শনিবার (৩০ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত সাসেক ২ প্রকল্পের আওতায় মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন তিনি।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারে মহাসড়কের সার্বিক চিত্র অনেকাংশেই ভালো। মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে একাধিক আন্ডারপাস ও ওভারপাস। এতে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। ঈদে ঘরমুখো মানুষেরা এই মহাসড়ক দিয়ে যানজটের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে।
এসময় সাসেক ২ প্রকল্পের প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।