উচ্চশিক্ষায় বাংলাদেশের অবস্থান ১৩৭ তম
প্রকাশিত হয়েছে : ৩:০৩:৫৪,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৯
নিউজ ডেস্ক:: ১৬০টি দেশের মধ্যে উচ্চশিক্ষায় বাংলাদেশ ১৩৭তম অবস্থান রয়েছে। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৯২ এবং শ্রীলঙ্কার অবস্থান ৮৫তম। তবে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সংখ্যা এবং জেন্ডার সমতায় বাংলাদেশের অবস্থান ঈর্ষণীয়। আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ওয়ার্ল্ড ব্যাংকের করা ২০১৮ সালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দীন আহমেদ এবং লিগো ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সারাহ বৌচি। অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হালসে রজার্স এবং অ্যাডুকেশন গ্লোবাল প্র্যাকটিস ম্যানেজার ক্রিস্টয়ান অ্যাইডো।প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ এবং ভুটানের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ল্ড ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রবার্ট জে সম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ মাইলফলক অর্জন রয়েছে।শিক্ষাখাতে ১২ শতাংশ বাজেট বাড়ানো হয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গুণগত শিক্ষা প্রদান করতে আমরা বদ্ধপরিকর।