ঈদে মুক্তি পাবে শাহরুখ খানের ফ্যান
প্রকাশিত হয়েছে : ৩:৪৪:৪২,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক::
শাহরুখ ফ্যানদের জন্য সুখবর । প্রযুক্তির গ্যাঁড়াকলে আটকে গিয়েছিল কিং খানের আপকামিং ছবি ‘ফ্যান’। তবে সব বাধা কাটিয়ে এখন মুক্তির অপেক্ষায় পরিচালক মনীশ শর্মার এই সিনেমা । শোনা যাচ্ছে, ইদের মরশুমে পর্দায় আসতে চলেছে দর্শক প্রতীক্ষিত সিনেমা ‘ফ্যান’।
১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে দেখানোর কথা ছিল ছবিটির । কিন্তু সাধারণ স্ক্রিনিং নয়, ভিএফএক্স প্রযুক্তিতে বলিউডের এই আপকামিং ছবিকে সিনেপ্রেমীদের সামনে আনতে চান ছবির প্রযোজক আদিত্য চোপড়া । যা বাধ সেধে ছিল ‘ফ্যান’-এর মুক্তিতে। আর সেই কারণেই ‘ফ্যান’এর রিলিজের দিন মুক্তি পাচ্ছে করণ জোহারে সিনেমা ‘ব্রাদার্স’।
তবে শোনা যাচ্ছে, ঠিক হয়ে গেছে ‘ফ্যান’-এর মুক্তির দিন । ছবির পরিচালক থেকে শুরু করে প্রযোজক এমনকী নায়ক শাহরুখও চান ২৩ সেপ্টেম্বর ‘বকরি ইদ’-এর দিন ছবিটির স্ক্রিনিং । তাই রিলিজ আটকে যাওয়ায় যে সমস্ত শাহরুখ ফ্যানরা মুখ গোমড়া করেছিলেন তাদের মুখে এখন নিশ্চয় হাসি ফুটেছে । কিন্তু এই ইদের সিজনেই পর্দায় আসতে চলেছে সালমান খানের ছবি ‘বজরঙ্গী ভাইজান’। তাই এই ইদে বক্স অফিসে চলবে দু’ই খানের হাড্ডাহাডি লড়াই।