ইয়েমেন বিষয়ে আলোচনা প্রস্তাব প্রত্যাখান করেছে সৌদি
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:০৬,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ইয়েমেনে চলমান বিমান হামলা বন্ধ করে দেশটির বিবাদমান গ্রুপগুলোর মধ্যে আলোচনার যে প্রস্তাব তেহরান দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সাল রবিবার রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফাবিয়াস।
ফয়সাল বলেন, ইয়েমেনে তেহরানের হস্তক্ষেপ করা উচিত নয়। তিনি বলেন, ইরান কীভাবে আমাদের বিমান হামলা বন্ধের আহ্বান জানাতে পারে? আমরা ইয়েমেনের বৈধ সরকারকে ক্ষমতায় বসাতে সহায়তা করছি। ইয়েমেনের ব্যাপারে ইরানকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি।
এর আগে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলাকে ‘অপরাধ ও গণহত্যা’হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি যুদ্ধবিরতির আহ্বান জানান। সেই সঙ্গে দেশটির বিভিন্ন গ্রুপের মধ্যে আলোচনার আহ্বান জানান।
প্রসঙ্গত, ইয়েমেনের শিয়াপন্থী হোথি বিদ্রোহীদের ঠেকাতে দুই সপ্তাহ আগে সৌদি আরবের নেতৃত্বে গাল্ফ অঞ্চলের দেশগুলো বিমান হামলা শুরু করে। এর আগে হোথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় এবং দেশটির এ্যাডেন বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।
তাদের হামলার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদি সানা থেকে এ্যাডেন এবং এ্যাডেন থেকে সৌদিতে পালিয়ে যেতে বাধ্য হন। এরপরই হোথিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু হয়। সৌদি আরবের অভিযোগ, হোথি বিদ্রোহীদের সরাসরি অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান। কিন্তু তেহরান সে অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র : রয়টার্স