ইয়েমেন থেকে আরও ৯ বাংলাদেশি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৯:১৮:০২,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০১৫
প্রবাস ডেস্ক :: ভারত সরকারের সহায়তায় আরও নয় বাংলাদেশিকে ইয়েমেন থেকে সরিয়ে আনা হচ্ছে। ভারতীয় একটি ফ্লাইটে এরই মধ্যে এই নয়জনের বোর্ডিংও হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ইয়েমেনের রাজধানী সানার একটি বিমানবন্দর থেকে তারা ভারতের একটি উড়োজাহাজে বোর্ডিং পান। উড়োজাহাজটি ছাড়ার এক ঘণ্টার মধ্যে তাদের জিবুতিতে পৌঁছানোর কথা রয়েছে।
জিবুতিতে বাংলাদেশিদের উদ্ধারের জন্য স্থাপিত ক্যাম্পের কর্মকর্তা ও কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) এস এম মাহবুব আলম এ খবর নিশ্চিত করেছেন।
মাহবুব আলম জানান, ভারতের সহায়তায় ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে তিন বাংলাদেশিকে উদ্ধার করে জিবুতিতে আনা হয়েছে। মঙ্গলবার হানা থেকে জিবুতিতে ভারতের তিনটি ফ্লাইট যাবে। এর মধ্যে প্রথম ফ্লাইটটিতে নয় বাংলাদেশি বোর্ডিং পেয়েছে। আর দু’টি ফ্লাইটেও যতো জন সম্ভব বাংলাদেশি আনার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, এছাড়া ইয়েমেনের হুদায়দাহ শহর থেকে আটকে পড়াদের নিয়ে ভারতীয় একটি জাহাজ মঙ্গলবার ছাড়ার কথা রয়েছে। ওই জাহাজে করেও ৪৫ বাংলাদেশিকে আনার চেষ্টা করা হচ্ছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের নাগরিকদের ইয়েমেন থেকে নিরাপদে সরিয়ে আনতে ইয়েমেনের রাজধানী সানা ও জিবুতিতে উড়োজাহাজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সানাতে বিমান অবতরণের জন্য সৌদি আরব ও জিবুতিতে অবতরণের জন্য ওই দেশটির সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটও প্রস্তুতি রাখা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম থেকে একটি জাহাজ পাঠানোর চিন্তাও করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে সানায় আটকে থাকা বাংলাদেশি প্রকৌশলী গোলাম মোস্তফা মঙ্গলবার জানান, তিনি ভারতীয় একটি ফ্লাইটে বোর্ডিং পেয়েছেন। ফ্লাইটিতে তার সঙ্গে আরও বাংলাদেশি আছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহায়তায় তাদের জিবুতি নেওয়া হচ্ছে বলে তাকে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আটকে পড়াদের দেশে ফেরত পাঠানোর জন্য জিবুতিতে কর্মরত বাংলাদেশি সমন্বয় কমিটি এ পর্যন্ত ৪৮০ জন বাংলাদেশির নাম নিবন্ধন করেছে।
গত ৩ এপ্রিল কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে দুই সদস্যের একটি দল জিবুতি পৌঁছায়।