ইয়েমেনে সৌদি ও মিশর যৌথ সামরিক মহড়া চালাবে
প্রকাশিত হয়েছে : ২:৩৪:৪৯,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
সৌদি আরব ও মিশর যৌথ সামরিক মহড়া চালানোর চিন্তা-ভাবনা করছে। ইয়েমেনে সৌদি আগ্রাসন একটানা তৃতীয় সপ্তাহে গড়ানোর পর এই খবর প্রকাশিত হল। সৌদি ভূখণ্ডেই এই সামরিক মহড়া চালানো হবে এবং এই মহড়ায় সর্বোচ্চ পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি থাকবে বলে মিশরের প্রেসিডেন্ট জেনারেল সিসি’র দপ্তর থেকে জানানো হয়েছে। সৌদি আরব ও মিশরের একটি যৌথ সামরিক কমিটি সৌদি ভূখণ্ডের মধ্যে মিশর ছাড়াও পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর অংশগ্রহণে একটি বড় ধরনের কৌশলগত সামরিক মহড়ার বিষয়ে আলোচনা করবে বলে কথা রয়েছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মুহাম্মাদ বিন সালমান এইসব বিষয়ে কায়রোয় মিশরের প্রতিরক্ষামন্ত্রী ও প্রেসিডেন্ট সিসি’র সঙ্গে আলোচনা করেছেন বলে মনে করা হচ্ছে।
মিশরের সিসি সরকার পারস্য উপসাগরীয় অঞ্চল ও লোহিত সাগরের নিরাপত্তাকে কায়রোর জন্য লাল-সীমানা বলে পুনরায় উল্লেখ করেছে। সৌদি সরকার ইয়েমেনে সম্ভাব্য স্থল হামলায় মিশর ও পাকিস্তানকে যুক্ত করতে চাইলেও কায়রো ও ইসলামাবাদ এ ব্যাপারে এখনও কোনো ইতিবাচক জবাব দেয়নি। পাকিস্তান ইয়েমেন সংকটে নিরপেক্ষ থাকার কথা ঘোষণা করেছে।