ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১১:১৫:৫৮,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০১৪
খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।ইয়াবাসহ গ্রেপ্তার ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত মিরাজ বাগেরহাট জেলার ফকিরহাট থানার আলম খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর থানার খুলনা জেনারেল হাসপাতালের সামনের একটি গলি থেকে মিরাজ খান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময়ে পুলিশ তার কাছে থাকা ১শ পিস ইয়াবা উদ্ধার করে।
অপর এক অভিযানে সদর থানার নতুন বাজার এলাকা থেকে বিকেল সাড়ে ৪টার দিকে ১শ গ্রাম গাঁজাসহ হাসানুজ্জামান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দুপুর আড়াইটার দিকে সদর থানার জেনারেল হাসপাতালের সামনে থেকে ইয়াবা ব্যবসায়ী মো. মামুনকে ১৫ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করে। ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য বিক্রির অভিযোগে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ (সিটিএসবি) শাখার অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠূ বাংলামেইলকে বলেন, ‘গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’