ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:৫৫,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৪
বরিশাল: বরিশাল নগরী থেকে ইয়াবাসহ দোলন হাওলাদার (২২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকা থেকে আটক করা হয়। আটক দোলন হাওলাদার কাউনিয়া হাউজিং এলাকার মো. হাফিজুর রহমানের ছেলে।
অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সহকারী কমিশনার আজাদ রহমান জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে দোলন হাওলাদারকে হাউজিং এলাকা থেকে আটক করা হয়েছে। পরবর্তীতে তার শরীরে তল্লাশি চালিয়ে ২৫ বড়ি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মেট্রোপলিটন কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।