ইহুদি উপাসনালয়ে হামলায় চার ইসরাইলি নিহত
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:০১,অপরাহ্ন ১৮ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
পশ্চিম জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ে দুজন লোক পিস্তল ও ছুরি দিয়ে আন্তত চারজন ইসরাইলিকে হত্যা করেছে।
এ ঘটনায় আরো আটজন আহত হয়েছে। আক্রমণকারীরা পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি নাগরিক বলে দাবি করছে ইসরাইলি পুলিশ।
গোঁড়া ইহুদি অধ্যুষিক হারাভ শিমন আগাসী স্ট্রিটের একটি সিনাগগে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পরে বন্দুকধারীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। পবিত্র আল-আকসা মসজিদ নিয়ে বেশ কিছু দিন ধরেই ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ হত্যাকাণ্ডের ‘কঠোর জবাব’ দেয়ার হুশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
তবে হামাস এবং ফিলিস্তিনের আরেকটি জিহাদি সংগঠন ইসলামিক জেহাদ এই আক্রমণের প্রশংসা করেছে।
আল-আকসা বা হারাম আল-শরীফে ইহুদিদের প্রার্থনার দাবি জানিয়ে প্রচারণা চালাচ্ছে গোঁড়া ইহুদিদের একটি অংশ।
এ ঘটনার জের ধরে একজন ইহুদি ধর্মীয় নেতা নিহত হলে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এরপর ইসরাইল আক-আকসা মসজিদে প্রবেশে ফিলিস্তিনিদের ওপর বিধিনিষেধ আরোপ করে। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেয়া হয়।