ইস্ত্রি দিয়ে স্ত্রীকে হত্যা
প্রকাশিত হয়েছে : ৮:০৩:৫২,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার মইন্যাপাড়া এলাকায় ইস্ত্রির আঘাতে স্ত্রী এনী আক্তারকে (২২) খুন করেছেন পাষণ্ড স্বামী হারুন (৩০)। এ ঘটনায় স্বামী, দেবর ও স্বশুড়-শাশুড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত জানান, হারুন মধ্যপ্রাচ্য প্রবাসী। চার মাস আগে বাংলাদেশে এসে তিনি এনী আক্তারকে বিয়ে করেন।
মঙ্গলবার সকালে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হারুন হাতের পাশে থাকা ইস্ত্রি দিয়ে স্ত্রী এনীর মাথায় আঘত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এবং স্বামী হারুন, দেবর, শ্বশুড় ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।