ইস্তাম্বুলের উদ্দেশ্য ডেপুটি স্পিকারসহ সংসদীয় প্রতিনিধি দল
প্রকাশিত হয়েছে : ১২:৩৯:০৩,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক দেশগুলোর অংশগ্রহণে শুরু হতে যাওয়া পার্লামেন্টারি ইউনিয়ন অব ইসলামিক কনফারেন্স (PUIC)-এর দশম অধিবেশনে বাংলাদেশের পক্ষ যোগ দিতে থেকে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়াসহ ছয় সদস্য বিশিষ্ট বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদল ঢাকা ছেড়েছেন।
শুক্রবার সংসদীয় প্রতিনিধিদলটি ইস্তাম্বুলের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। আগামি ১৭-২২ জানুয়ারি ইসলামিক দেশগুলোর সংসদ সদস্যদের নিয়ে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের প্রতিনিধি দলের অন্যরা হলেন, সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বেগম রওশন আরা মান্নান, এ কে এম শাহ্জাহান কামাল, সংসদের অতিরিক্ত সচিব সুলতান মাহামুদ এবং ডেপুটি স্পীকারের একান্ত সচিব মো. আবু আল হেলাল।
এর আগে গত ৭ জানুয়ারি এক সভায় পিইউআইসি’র ১০ম সেশন এবং এর সংশ্লিষ্ট মিটিংয়ের এজেন্ডা, পিইউআইসি’র ৯ম সেশনের -G Political Affairs and Foreign Relations এর বিষয়ে গঠিত Standing Specialized Committee ’র এশিয়ান গ্রুপে বাংলাদেশ প্রতিনিধিদলের করণীয় সম্পর্কে আলোচনা হয়।