ইসলাম নয়,অপব্যাখ্যকারীদের বিরুদ্ধে যুদ্ধ: ওবামা
প্রকাশিত হয়েছে : ৬:৩২:২৭,অপরাহ্ন ১৯ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্র ইসলাম নয়, ইসলামের অপব্যাখ্যা দানকারীদের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ৬০টি রাষ্ট্রের মুখপাত্রদের উপস্থিতিতে এক সম্মেলনে বুধবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। খবর বিবিসি ও আলজাজিরার।
ইসলামের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘এটা মিথ্যা, আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি না। যারা ইসলামের অপব্যাখ্যা দান করছে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি।’
তিনি আরও বলেন, ‘ইসলামের নাম নিয়ে সন্ত্রাসীদের করা অপরাধের জন্য মুসলিম সম্প্রদায়কে শাস্তি দেওয়া বা অভিযুক্ত করা হবে না।’
এ সময় আইএস (ইসলামিক স্টেট) ও আল-কায়েদাকে ইসলামপন্থী নয়, বরং ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে উল্লেখ করেন তিনি। ধর্মের নামে সন্ত্রাসের ব্যাপারে ওবামা বলেন, ‘কোনো ধর্মই সহিংসতা বা সন্ত্রাসের জন্য দায়ী নয়। দায়ী মানুষ।’
তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করছি… আমরা এর জন্য (সন্ত্রাসবাদ) কোনো সম্প্রদায়কে কলঙ্ক দেব না।’
হোয়াইট হাউসে ‘চরমপন্থীদের সহিংসতার জবাব’ শিরোনামে তিন দিনব্যাপী ওই সম্মেলনে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বিভাগের সদস্য, মুসলিম নেতা ও আইনপ্রণেতারা উপস্থিত রয়েছেন। সম্মেলনের শেষ দিনে ভাষণ দেবেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।
ভাষণ দেওয়ার সময় ওবামা তার কাছে লেখা ১১ বছর বয়সী এক মুসলিম মেয়েশিশুর চিঠির কথা উল্লেখ করেন। চিঠিতে সাবরিনা নামের মেয়েটি জনমনে মুসলিমদের প্রতি ঘৃণা তৈরি হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সে ওবামাকে আহ্বান জানিয়েছে, যেন তিনি সবাইকে বলেন মুসলিমরা অন্য সবার মতোই।