ইসলামী ব্যাংকের আরো ১২ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:৫৭,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আনন্দ শিপইয়ার্ডের ১ হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে ইসলামী ব্যাংকের আরো ১২ কর্মকর্তাকে তলব করবছ দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের উপ পরিচালক মীর মো. জয়নাল আবেদীন শিবলীর স্বাক্ষরে এ তলবি নোটিশ পাঠানো হয়।
তলবি নোটিশ প্রাপ্ত ইসলামী ব্যাংকের ডিএমডি (অপারেশন) মো. সামশুল হক, সাবেক ইপি মো. ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ডিইপি এটিএম হারুন অর রশিদ চৌধুরী, সাবেক ইভিপি মো. সেতাউর রহমান, সাবেক ইভিপি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, ডিএমডি মো. নুরুল ইসলামকে আগামী ২৬ নভেম্বর সকাল ১০ টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
এছাড়া প্রাপ্ত ইসলামী ব্যাংকের ইভিপি সিআইডি হেড অফিস ২ এর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, এসভিপি ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মঈজ উদ্দীন, ভিপি সিআইডি ২ হেড অফিসের মো. হাসনাইন আবিদ, সাবেক এভিপি মো. দেলোয়ার হোসেন, এভিপি সিআইডি ১- হেড অফিসের মাহমুদ হোসেন খান ও সাবেক এসও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামকে আগামী ২৭ নভেম্বর সকাল ১০ টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
এর আগে ইসলামী ব্যাংকের গত ১২ নভেম্বর ৭ জন ও ১৩ নভেম্বর ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে। গত ১৭ সেপ্টেম্বর আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফরোজা বারীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তবে এদিন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল¬াহ হিল বারীর উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
এদিকে জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।