ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু
প্রকাশিত হয়েছে : ৮:৪২:০৬,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার বাদ জুমা পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশ শুরু হয়।
পবিত্র হজ ও মহানবী হযরত মুহম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী লতিফ সিদ্দিকী এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিতে প্রায় একমাস আগে এই সমাবেশের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু সমাবেশের অনুমতি না পেয়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে বাদ জুমা মহাসমাবেশের সিদ্ধান্ত নেয় দলটি।
এই সমাবেশকে ঘিরে বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড়, পল্টন, জাতীয় প্রেসক্লাবসহ আাশেপাশের এলাকায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।
এদিকে সমাবেশ শুরুর আগে আন্দোলনকারীরা বায়তুল মোকাররম মসজিদ ও রাস্তায় জুমার নামাজ আদায় করেন।
মূল সমাবেশ বাদ জুমা হওয়ার কথা থাকলেও সকাল থেকে জমায়েত হতে থাকেন আন্দোলনকারীরা। দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।
এই সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। সমাবেশে বক্তব্য রাখেবেন ওলামা-মাশায়েখ, বুদ্ধিজীবী ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, সমাবেশের অনুমতি না দিলে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা দেওয়া হবে।