ইসলামবিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা উচিৎ!
প্রকাশিত হয়েছে : ১১:২৭:৫১,অপরাহ্ন ২০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
আবারও ইসলামবিরোধী চলচ্চিত্র নিয়ে বিপাকে গুগল। সম্প্রতি,যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো আপিল আদালতে ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অবমুসলিমস’ চলচ্চিত্রটির প্রদর্শন নিষিদ্ধ করা উচিৎ নয় এমন নির্দেশ দেয়। অর্থাৎ ইসলামবিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা উচিৎ!
২০১২ সালে চলচ্চিত্রটি মুক্তির পর ইসলামি দেশগুলোতে প্রতিবাদের ঝড় উঠে। চলচ্চিত্রটির নিষিদ্ধ করার দাবিতে প্রাণ হারান অনেক মানুষ। তবে আদালতের দেয়া রায়ে সন্তোস প্রকাশ করেছে ইউটিউবের মালিকানা প্রতিষ্ঠান সার্চ জায়ান্ট গুগল। তারা জানিয়েছে, আগের রায়টি কপি রাইট আইনের সঙ্গে সাংঘর্ষিক ছিল ফলে আপিল আদালতে ওই রায়টি খারিজ হয়েছে।
ছবিটি মুক্তির পর চলচ্চিত্রটির অভিনেত্রী গার্সিয়া দাবি করেছিলেন চলচ্চিত্রের বিষয়বস্তু ও তার অভিনীত চরিত্রের বিষয়ে মুভির পরিচালক তাকে মিথ্যা বলেছিল। চলচ্চিত্রটি রিলিজের পর থেকে তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর চরিত্র বিকৃত ভাবে উপস্থাপন করার জন্য ইসলাম বিদ্বেষী এই চলচ্চিত্রটি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকে সরিয়ে ফেলতে গত বছর গুগলকে নির্দেশ দিয়েছিল একটি মার্কিন আদালত।