ইসরাইলি ড্রোন ভূপাতিত করল সিরিয়া
প্রকাশিত হয়েছে : ৭:২৩:৫৯,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: ইহুদিবাদী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে সিরিয় সেনাবাহিনী। সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্ছলীয় নগরী আল-কুইনতেরহায় এ ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।
সামরিক বাহিনীর সূত্রে জানা যায়, গোলান উপত্যাকার কুইনতেরহার আকশে নজরদারি চালানোর সময় ইসরাইলের স্কাইলার্ক নামের চালকবিহীন বিমানটিকে ভূপাতিত করা হয়। ১৯৭৪ সাল থেকে ওই এলাকায় জাতিসংঘ শান্তি বাহিনী মোতায়েন বয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারা এ সম্পর্কে এখনো কিছু বলেননি।
সিরিয়ার বাহিনী যখন গত কয়েকমাস ধরে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করে চলেছে তখনই এই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল।