ইরিনা সম্পর্কে মুখ খুললেন রোনালদো
প্রকাশিত হয়েছে : ১১:৪১:৪৬,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: ইরিনা শায়েকের সাথে রোনালদোর বিচ্ছেদ এর খবর ইতিমধ্যেই সাড়া দুনিয়াতে চাউর হয়ে গেছে। শুধু তাই নয়, এক সপ্তাহের মধ্যে নতুন প্রেমিকাও জুটিয়ে ফেলেছেন রিয়ালের পর্তুগীজ তারকা। রোনালদো অথবা ইরিনার কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি শোনার জন্য আগ্রহী হয়ে ছিলেন ভক্তরা। তাদেরকেই থামাতে কিনা নিজেই মুখ খুললেন ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদো এক বিবৃতিতে নিজেদের সম্পর্কের ব্যাপারে বলেন, ‘পাঁচ বছর প্রেম করার পর ইরিনার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে আমার। আশা করি ও ভাল থাকবে।’
মূলত ফিফা ব্যালন ডি’ওরের অ্যাওয়ার্ড প্রদানে অনুষ্ঠানে রোনালদোর সঙ্গে ইরিনাকে পাওয়া না যাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এমনকি রোনালদোর পরিবারেরর সঙ্গেও সম্পর্ক ভাল যাচ্ছিলো না ইরিনার। তাই প্রেমিক রোনালদোর মায়ের জন্মদিনের পার্টিতেও যেতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, সিআর সেভেনের নতুন বান্ধবীর নাম লুসিয়া ভিয়ালন। তিনি একজন টিভি উপস্থাপিকা।