ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২৬
প্রকাশিত হয়েছে : ১২:৩২:৫৫,অপরাহ্ন ০৩ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছে।শনিবার পশ্চিম আনবার প্রদেশের একটি চৌকিতে এ হামলার ঘটনা ঘটে। একইদিন রাজধানী বাগদাদে পৃথক হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
শনিবার পশ্চিম আনবার প্রদেশের গারমা রেলস্টেশনে আত্মঘাতী গাড়িবোমা হামলাটি চালানো হয়। এখান থেকে মাত্র ১৫ কিলোমিটার পূর্বে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখল করা ফাল্লুজা এলাকা অবস্থিত।
এক ইরাকি সেনা কর্মকর্তা জানান, পাঁচটি গাড়িবোমা রেলস্টেশনে আমাদের সেনাদের কাছে পৌছতে সক্ষম হয় এবং বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি জানান, আরও ছয়টি গাড়িবোমা আঘাত হানার আগেই সেনারা সেগুলি ধ্বংস করতে সক্ষম হয়। মৃতের সংখ্যা ১২জনের বেশি হতে পারে। ধ্বংসস্তুপ থেকে মৃতদেহ টেনে বের করা হচ্ছে।
কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে হামলার ধরণ দেখে ধারণা করা হচ্ছে এটি আইএসের কাজ।
এদিকে বাগদাদে শনিবার বিকেলে বাগদাদে একটি রেস্টুরেন্ট ও একটি পেট্রোল পাম্পে দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। শিয়া অধ্যুষিত কাররাদা জেলায় চালানো ওই হামলায় কমপক্ষে ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ৩০জনেরও বেশি।