ইরাকের আরবিল শহরে আইএস জিহাদিদের হামলায় ৪ কুর্দি নিহত
প্রকাশিত হয়েছে : ৫:২০:৫৪,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
ইসলামিক স্টেট জিহাদি গ্রুপ আজ দাবি করেছে যে তারা ইরাকের দুর্ভেদ্য কুর্দিদের স্বশাসিত এলাকায় একটি বিরল আত্মঘাতী গাড়িবোমা হামলা করেছে।
এর ফলে কুর্দিদের চারজন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ২ ডজন।
আইএসের একটি অনলাইন বিবৃতি অনুযায়ী, এটা ছিল কুর্দিস্তান সরকারের নিরাপত্তা চেকপয়েন্ট। এর ফলে তারা আরবিল রাজ্যের প্রাণকেন্দ্রে পৌঁছাতে পেরেছে।
বিবৃতিতে আবদুল রহমান আল কুর্দি নামে একজন চিহ্নিত বোমারুকে ইঙ্গিত করা হয়েছে, যিনি জাতিগতভাবে একজন কুর্দি।
বুধবার সন্ধ্যার সময় এ হামলা করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।