ইয়েমেনে নৌকা ডুবি : ৭০ জনের প্রাণহানি
প্রকাশিত হয়েছে : ৫:৫২:৪৩,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: ইয়েমেনের পশ্চিম উপকূলে অভিবাসী যাত্রী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় ৭০ জনের প্রাণহানি ঘটেছে।উন্নত জীবনের আশায় প্রতিবছর আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে লোহিত সাগর পাড়ি দেয়।নৌকার যাত্রীদের বেশিরভাগই ছিল আফ্রিকার দেশ ইথিওপিয়ার নাগরিক।ইয়েমেনের নিরাপত্তা কর্মীরা বলছেন, অপেক্ষাকৃত ছোটো নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার সময় প্রবল বাতাস ও শক্তিশালী ঢেউয়ের কারণে নৌকাডুবি হয়েছে।এই অভিবাসীরা ইয়েমেনের উত্তরে অবস্থিত দেশ সৌদি আরবে কাজের খোঁজে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।ভালো চাকরি ও উন্নত জীবনের আশায় সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং ইউরোপের ধনী দেশগুলোতে যাওয়ার জন্য প্রতিবছর আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে লোহিত সাগর পাড়ি দেয়।এক্ষেত্রে অভিবাসীরা সাধারণত ইয়েমেনকে তাদের প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে এবং এই পথে মানব পাচার একটি নিয়মিত ঘটনা।