ইবিতে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত: পরিবহন ধর্মঘটে বিপাকে যাত্রীরা
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:৩৭,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহতের জেরে যানবাহনে আগুন দেয়ার প্রতিবাদে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতিসহ পাঁচটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
সোমবার সকাল থেকে ধর্মঘটের কারণে জেলার সব রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় ইবি শিক্ষার্থীদের হলে অবস্থানের জন্য বলেছেন হল প্রভোস্ট।
কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি আতাহার আলী জানান, ছাত্র নিহতের জেরে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা প্রায় ৪০টি বাস পুড়িয়ে দেয় শিক্ষার্থীরা। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ না পাওয়া ও দোষী ছাত্রদের বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সোমবার সকাল থেকে দফায় দফায় লাঠিসোঠা নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করছে এবং শহরের মজমপুর, ডিসি কোর্ট চত্বর, সার্কিট হাউসের সামনে, হাসপাতাল রোডে সিএনজি অটোরিকশা, ইজিবাইক ভাঙচুর চালায় তারা। ইজিবাইক নিয়ে প্রাণভয়ে যাওয়ার সময় খাদে পড়ে আহত হয় আব্দুল হামিদ নামের এক চালক।
এদিকে দুপুর সোয়া দুইটার সময় মোটরশ্রমিকের কর্মীরা হাতে লাঠি নিয়ে মজমপুর গেট থেকে ইজিবাইক চালকদের ধাওয়া করলে ডিসি কোর্টের মধ্যে ঢুকালেও তাদের (ইজিবাইক চালকদের) ওপর অতর্কিত হামলা চালায়।
কুষ্টিয়া চৌড়হাস থেকে মজমপুর পর্যন্ত কোন ইজিবাইক চলতে না দেওয়ায় যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছে।
মর্জিনা খাতুন নামের এক রোগীর স্বজন বলেন, আমার মা অসুস্থ্ কুষ্ঠিয়া জেনারেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমি প্রয়োজনীয় কাপড় চোপড়সহ খাবার নিয়ে যাবো। কিন্তু ইজিবাইক কিছুদুর আসার পর নামিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটেই হাসপাতালে যেতে হচ্ছে।