ইফতারের পর ইলিশ রান্না না করায় মাকে হত্যা করলো রাহাত
প্রকাশিত হয়েছে : ৫:০০:২২,অপরাহ্ন ২৬ মার্চ ২০২৪
ভোলার বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মা নাছিমা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ছেলে রাহাত হোসেন।
মো.আবদুল্লা আল আমীন
সোমবার (২৫ মার্চ) ইফতারের পর উপজেলার গংগাপুর ইউনিয়নের সবদের আলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, সোমবার ইফতারের পর রাহাত হোসেন তার মা নাছিমা বেগমকে ইলিশ রান্না করতে বলেন। ইফতারের পর তার (নাছিমার) পক্ষে ইলিশ রান্না করা সম্ভব নয় বলে ছেলেকে জানান। একাধিবার অনুরোধের পরও মা ইলিশ রান্না না করায় মা-ছেলের কথাকাটাকাটির এক পর্যায়ে রাহাত তার মাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাছিমা বেগমের।
এসময় ডাক চিৎকার শুরে প্রতিবেশি নাজু মৃর্ধার স্ত্রী জাহানার বেগম এসে রাহাতকে বাঁধা দিলে তাকেও কুপিয়ে জখম করেন রাহাত। পরে জাহানারাকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাহাতকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে রাহাত হোসেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। চিকিৎসার পর সুস্থ হয়ে বাবা দুলাল হাওলাদারের সাথে ঢাকার কেরানীগঞ্জে ব্যবসা করতেন তিনি। সোমবার সকালে তিনি বোরহানউদ্দিনের বাড়িতে আসেন। বিকালে বাবা ঢাকায় ফেরত গেলেও রাহাত হোসেন বাড়িতে থেকে যায়। সন্ধ্যার পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।