ইপিজেডে বাসচাপায় শ্রমিক নিহত, বাসে আগুন
প্রকাশিত হয়েছে : ৬:২৯:০১,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র ইপিজেডের পুরাতন জোনে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের মুক্তা (৪০)। সে ইপিজেডের ইয়াং ওয়ান কারখানায় অপারেটর হিসেবে কাজ করত।
পুলিশ জানায়, সকাল পৌনে ৮টার দিকে ইপিজেডের পুরাতন জোনের মূল ফটকের সামনে শ্রমিকবাহী (টাঙ্গাইল ব-১১-০২৩৯) একটি বাস রাস্তা পারাপারের সময় কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় দুই নারী শ্রমিককে হাসপাতালে নেয়ার পথে মুক্তা নামে এক নারী মারা যায়।
এদিকে আহত আকলিমা নামে অপর নারী শ্রমিকের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।