ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা
প্রকাশিত হয়েছে : ৮:৫৬:০৯,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: ইন্দোনেশিয়ার কাছে মালাক্কা সাগরে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূকম্পন কেন্দ্রের চারদিকে ৩০০ কিলোমিটারের
মধ্যে ভয়াবহ সুনামি আঘাত হানতে পারে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, মালাক্কা দ্বীপের টারনেট সিটির উত্তর-পশ্চিমে ৪৬ কিলোমিটার ভূ-অভ্যন্তরে ভূকম্পনের উৎপত্তিস্থল।
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।