ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:০৯:২৩,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় আকস্মিক বন্যায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে।দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবারের ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভূমিধসের কারণে পাপুয়া প্রদেশের রাজধানী জয়াপুরার নিকটবর্তী এলাকায় সেন্টানির কাছে আকস্মিক এই বন্যা দেখা দেয়।ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পূর্ব নুগরোহো জানান, আকস্মিক বন্যার পানিতে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেক লোককে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
তিনি বলেন, বন্যায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।সুতপো আরও জানান, ভারী বৃষ্টির সঙ্গে ভূমিধসের কারণেই আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার আকস্মিক বন্যার পর পানি কমতে শুরু করেছে, তবে এখনও আক্রান্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।