ইতালির রোমে আজ জাতীয়তাবাদী নেতাকর্মীদের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৮:২১:৩৭,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৪
নাজমুল হোসেন, ইতালি থেকে: ইতালীর রোমে FAO’র পুষ্টির উপর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা বিশ্বের শীর্ষ রাষ্ট্র প্রধানদের উপস্থিতকালে ১৯ নভেম্বর বুধবার পিয়াচ্ছা রেপুবলিকা’য় বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক এম মাহিদুর রহমান, সিটিজেনমোভমেন্ট ইউরোপ এর আহ্বায়ক এম এ মালেক সহ ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি’র নেতৃবৃন্দ আজ সকালে ইতালী পৌচ্ছেছেন। পিয়াচ্ছা ভিত্তোরিও’র হোটেল ইজিয়া’তে ইতালীর জাতীয়তাবাদী এবং মিলান বিএনপি সহ অন্যান্য শহরের নেতৃবৃন্দ তাদেরকে অভ্যাস্থনা জানায়।বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে আন্দোলন কর্মসূচী বাস্তবায়নের আহ্বায়ক শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, ইতালী বিএনপি’র সাবেক সভাপতি, লকিয়ত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন ইউরোপ নেতৃবৃন্দের সামানে প্রতিবাদ সভার কার্যক্রম তুলে ধরেন।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক এম মাহিদুর রহমান বলেন, দেশে অবৈধ্য সরকার গঠন করে অবৈধ্য প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা দেশ, জাতির উপর অন্যায় অত্যাচার করে বাকশালী কায়দায় দেশের স্বাধীনতা হরণ করেছে।
এছাড়াও তিনি আগামীকাল সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রোমের পিয়াচ্ছা রেপুবলিকা’তে বর্তমান সরকারের বিরোদ্ধে আন্দোলনে যোগ দিতে ইতালী সহ ইউরোপের জাতীয়তাবাদী নেতাকর্মীদের আহ্বান করেন।