ইতালিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের নাজমুল নিহত
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:০২,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মো. নাজমুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দীপিয়া গ্রামের মৃত মাখা মিয়ার ছেলে। মঙ্গলবার ভোরে ইতালির পালইমুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে নাজমুলের ছোট ভাই তজমুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে তার বড় ভাই নাজমুল মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ইতালির পালইমুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মরদেহ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।