ইতালরি রোমে বাংলাদেশ দূতাবাসে মহান বজিয় দবিস উদযাপতি
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:০২,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৪
ইতালি থেকে নাজমুল হোসনে::
ক্ষুধা, দারিদ্য ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ এবং প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মকে দেশের সঠিক শিক্ষা উপহার দেবার অঙ্গীকার গ্রহনরে মধ্য দিয়ে ইতালির রোমে মহান বজিয় দিবস উদযাপিত হয়েছে। রোম বাংলাদশে দূতাবাস এ আয়োজিত আলোচনা সভা ও বিষেশ মুনাজাতের আয়োজন করা হয়। দুতাবাসরে রাষ্ট্রদূত মোঃ শাহাদাত হোসনেরে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত আগামী প্রজন্মরে শিশুদের দেশের সঠিক ইতিহাস শেখানোর জন্য জাতীয় অনুষ্ঠান গুলোতে অংশ গ্রহনরে আহবান জানান। প্রবাসীরা বিজয়ের ৪৩ বছরে বাংলাদশে অনকে দূর এগিয়ে গেছ উল্লখে করে বলনে, আমরা রাজাকার মুক্ত বাংলাদশে পেতে যাচ্ছি।
দূতাবাসরে অনুষ্ঠানে ইতালী আওয়ামীলীগরে সাধারন সম্পাদক হাসান ইকবাল,
সহ সভাপতি হাবিব চৌধুরী, জাহাঙ্গীর হোসনে ফরাজী, মিজানুর রহমান, লোকমান হোসনে, আফতাব বেপারী সহ দলীয় অন্যান্য নেতা-কর্মী উপস্থতি ছলিনে।
শেষে বাংলাদেশের সাথে সময় মিলিয়ে সম্মলিত ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।