ইজতেমা ঘিরে টঙ্গীতে সক্রিয় প্রতারকেরা
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:৫৭,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুর এখন ধর্মপ্রাণ মুসলিমদের অনেকের কাছেই আরাধ্যস্থল। দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে সমবেত হচ্ছেন তাবলিগ জামাতের বৃহত্তম জমায়েতে। প্রতিষ্ঠাকালীন বেশ ছোট পরিসরের এই জমায়েতটি এখন মহীরুহে পরিণত হয়েছে। এবার চলছে বিশ্ব ইজতেমার ৫০তম জমায়েত। তবে বিশ্বের মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতকে কেন্দ্র করে ফায়দা লুটে নেওয়া চেষ্টা করছে প্রতারকরাও। ইজতেমার কয়েকটি দিনকে পুঁজি করে পকেট ভারী করতে নানা ভাবে সক্রিয় হয়ে উঠেছে মুনাফালোভীরা।
টঙ্গীর তুরাগতীরে যেখানে ইজতেমা চলছে তার আশপাশের এলাকার মুনাফালোভী ব্যবসায়ীদের মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। এমনকি বাইরে থেকে আসা অস্থায়ী ব্যবসায়ীদের কাছেও ইজতেমার জমায়েত হয়ে উঠেছে টাকা সংগ্রহের দুর্লভ সুযোগ হিসেবে।
সরেজমিনে দেখা যায়, ইজতেমা ময়দানে ওজু করার জন্য এক মগ পানির দাম রাখা হচ্ছে ১০ টাকা করে। শুক্রবার জুমার নামাজের আগে এই দামে পানি বিক্রি হতে দেখা গেছে।