ইউপি সদস্য আব্দুল মান্নান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৭:০৮:২৪,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
ইউপি সদস্য মরুহম আব্দুল মান্নান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় টুলটিকর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বুধবার বাদ যোহর ৫ নং টুলটিকর ইউপি কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিল পূর্ব শোকসভায় অংশ নিয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মো: মোছাব্বির বলেন, ইউপি সদস্য আব্দুল মান্নান চৌধুরী একজন ভাল জনপ্রতিনিধি ও সহজ সরল মানুষ ছিলেন। তার কাছে জনসেবা ছিলো সবার আগে। তার আকস্মিক মৃত্যুতে টুলটিকর ইউপি হারালো একজন সৎ ও পরিশ্রমি জনপ্রতিনিধিকে।
পরে শিবগঞ্জ আকবরী জামে মসজিদের ইমাম শরীফ উদ্দিন. মরহুম আব্দুল মান্নান চৌধুরীর রুহের মাগফেরা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মোছাব্বির, সচিব শীর্ষেন্দু বিকাস সেন, ইউপি সদস্য আয়শা সিদ্দিকা, মাজেদা আক্তার, সেলিনা আক্তার, আকবর কবির সায়েম, মাহবুব আমিন, হাবিবুর রহমান ফয়ছল, মো: জমির উদ্দিন, সালাউদ্দিন স্বপন, গিয়াস আহমদ, মো: শাহ আলম, মো: রাজা মিয়া, অফিস সহ-কারী মো: ইসমত মিয়া, লিমন দত্ত, ফাহিমা ইসলাম শাওন, ফাতেমা বেগম, নেকবুল, আব্দুস সালাম, সিকন্দর, রুনু আহমদ।
এছাড়া মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মরুহমের বড় ছেলে মো: আব্দুল মুহিন চৌধুরী, তুহিন আহমদ চৌধুরী, সুহিন আহমদ চৌধুরী ও তার ভাই আব্দুল হান্নান চৌধুরী , আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।-বিজ্ঞপ্তি