ইউনূসকে রাজস্ব বোর্ডের তলব
প্রকাশিত হয়েছে : ১:৫৪:৫৮,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২৯ মার্চ কর অফিসে হাজির হওয়ার আদেশ দিয়ে এ সংক্রান্ত একটি চিঠি ড. ইউনূসের কাছে পাঠানো হয়েছে। রোববার কর অঞ্চল-৬ (ঢাকা) থেকে তার কাছে এ চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে বলা হয়, বেলা ১১টায় সংশ্লিষ্ট কর কমিশনারের সঙ্গে সাক্ষাতের আদেশ দেয়া হয়।
এদিকে এনবিআরের পক্ষ থেকে কর কমিশনারকে বলা হয়েছে এ বিষয়ে কোন প্রকার শৈথল্য প্রকাশ করা যাবে না।