ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আরটিভির চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ৬:৪৭:৪৮,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
বাংলাদেশী টিভি চ্যানেল আরটিভি‘র চেয়ারম্যান মোর্শেদ আলম এমপিকে সংবর্ধনা দিয়েছেন বৃটেনের বাংলা মিডিয়াকর্মীদের শীর্ষস্থানীয় সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাব। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সাপ্তাহিক বাংলা নিউজ সম্পাদক সোয়েব কবীরের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহবায়ক ও চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়াইব।সংবর্ধিত অতিথির বক্তব্যকালে আরটিভি‘র চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি বলেন, বৃটেনে বাংলা মিডিয়ার ব্যাপকতা দেখে আমি সত্যিই আভিভ‚ত। সাংবাদিকরা দেশ ও প্রবাসের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।এসময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, বিমানবন্দরে হয়রানি, প্রবাসীদের নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা নিয়ে জাতীয় সংসদ অধিবেশেনে উত্থাপন করবো।এসময় আরো বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম ইহসানুল হক, সাপ্তাহিক লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী, বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী, বাংলা নিউজ এর ব্যস্থাপনা পরিচালক আব্দুর রব মল্লিক, সাপ্তাহিক জনজীবন এর প্রধান সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, এনটিভির হেড অব নিউজ রাজিব হাসান, এনটিভির হেড অব ইভেনটস আতাউল্লাহ ফারুক প্রমুখ।সভাপতির বক্তব্যে রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়াইব বলেন, বাংলাদেশের মিডিয়াঙ্গনে জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভি দর্শকদের বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনা করে যাচ্ছে। এই টিভি চ্যানেলের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপিকে সংবর্ধিত করতে পেরে ইউকে বাংলা প্রেস ক্লাব পরিবার সত্যিই আনন্দিত।আরটিভি‘র চেয়ারম্যান মোর্শেদ আলম এমপিকে ইউকে বাংলা প্রেস ক্লাবের সম্মানিত আজীবন সদস্যপদ দেওয়ার ঘোষণা করেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহবায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়াইব।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন চ্যানেল আই ইউরোপের কমিউনিটি নিউজ এডিটর খিজির হায়াত খান কাওসার। সংবাদ বিজ্ঞপ্তি