ইঁদুর নাশক ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬:১৮:১৫,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
কিশোরগঞ্জের ইটনায় ইঁদুর নাশক ট্যাবলেট খেয়ে নুসরাত জাহান সুমি (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার ডুইয়ের পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
সুমি ডুইয়ের পাড় গ্রামের আব্দুল হাসিমের মেয়ে।
জানা গেছে, উপজেলার ডুইয়ের পাড় গ্রামের আব্দুল হাসিমের মেয়ে নুসরাত জাহান সুমিকে একই উপজেলার লাইমপাশা গ্রামের রফিকুল ইসলামের সাথে বিয়ে দেয়। সোমবার রাতে সুমি বাবার বাড়িতে রাতে খাবার শেষে ইঁদুর নাশক ট্যাবলেটকে কৃমি নাশক ট্যাবলেট ভেবে খেয়ে শুয়ে পড়ে। বিষক্রিয়া শুরু হলে বাবার বাড়ির লোকজন সুমিকে ওই রাতেই ইটনা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, এ ব্যাপারে ইটনা থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।