আ.লীগের সমাবেশে ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১১:৩১:১১,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে ককটেলের বিস্ফোরণ পর আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বেলা আড়াইটার দিকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের কালীমন্দির গেট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের একজন শাহীন এবং অপরজন জসিম বলে তাৎক্ষণিকভাবে পুলিশ জানিয়েছে। তাদের একজনের কাছ থেকে একটি পিস্তল এবং অপরজনের কাছ থেকে ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বেলা দুইটার দিকে সমাবেশে প্রবেশের বাংলা একাডেমির বিপরীত পাশের গেট দিয়ে যুবলীগের একটি মিছিল প্রবেশকালে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।