আহত শাকিব খান
প্রকাশিত হয়েছে : ৬:০৩:৩৭,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ ছবিতে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ৩১ ডিসেম্বর এ ছবির একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে শুটিং করতে গিয়ে কোমরে চোট পান তিনি। তাই পরিচালক তাৎক্ষণিকভাবে ছবির শুটিং বন্ধ করে দেন। এরপর দুই দিন শুটিং করতে পারেননি শাকিব। তবে বর্তমানে তার কোমরের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সে কারণে গতকাল থেকে আবারও তিনি এ ছবির শুটিং শুরু করেছেন।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি বেশ ভালোই চোট পেয়েছি। কোমরে প্রচন্ড ব্যথা করছিল। ডাক্তারের পরামর্শে ওষুধ নিয়েছি। তবে এখন কিছুটা স্বস্তিবোধ করছি। তিনি আরো বলেন, শনিবার থেকে আবার এ ছবির শুটিং শুরু করেছি। হয়তো কয়েকদিন লাফালাফির কোনো দৃশ্য করতে পারব না। তবে সাধারণ দৃশ্যের কাজ চালিয়ে যেতে পারব। শামীম আহমেদ রনি জানান, শাকিব খানের চোট অনেকটা মারাত্মকই ছিল। তবে আশার কথা, তিনি তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠেছেন। মেন্টাল ছবিতে শাকিব খান ছাড়াও আরো অভিনয় করেছেন তিশা, আঁচল, মিশা সওদাগর প্রমুখ। এছাড়া ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কণ্ঠশিল্পী পড়শী। ১২ ডিসেম্বর থেকে এফডিসি ও রাজধানীর আশপাশের এলাকায় এ ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।