আসিফ এর ১২ মিউজিক ভিডিও
প্রকাশিত হয়েছে : ১০:২৭:৩৮,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ১২টি নতুন মিউজিক ভিডিও নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসছেন। এর মধ্যে নতুন বছর উপলক্ষে ইতোমধ্যেই চারটি গানের ভিডিও প্রকাশ করেছেন তিনি। এগুলো হচ্ছে- প্রতিশোধ, জানরে, আকাশের চাঁদ তুমি ও সবার বাংলাদেশ। বাকি ৮টি গানের ভিডিও সপ্তাহখানেকের মধ্যেই প্রকাশ করা হবে। এ তালিকায় আছে, ঈর্ষা, তোর কপালে টিপ, ভুলে থাক, দস্যি ছেলে, বৈকালের চাঁদ, ইনকাউন্টার, কতো ব্যথার আগুনে ইত্যাদি। এর মধ্যে, তোর কপালে টিপ, ভুলে থাক ও দস্যি ছেলে গানগুলো জানরে এলবাম থেকে নেয়া হয়েছে। বাকি গানগুলো তার পুরনো এলবামের।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ভক্তদের জন্য সব সময়ই একটু বেশি কিছু করতে চাই। তাই ১২টি নতুন মিউজিক ভিডিও নির্মাণ করেছি। শুরুতে ভেবেছিলাম, সবগুলো গানের ভিডিও একসঙ্গে প্রকাশ করব। কিন্তু সবগুলোর কাজ একসঙ্গে শেষ করতে পারিনি বলে শুরুতে চারটি ভিডিও প্রকাশ করেছি। তবে সপ্তাহ খানেকের মধ্যেই বাকি গানগুলোর ভিডিও প্রকাশ করব। গানগুলোর ভিডিও পরিচালনা করেছে ই মিউজিক।