আসছে স্কাইপের নতুন ভার্সন
প্রকাশিত হয়েছে : ১০:২০:১৯,অপরাহ্ন ১৬ নভেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্কাইপ অ্যাপটি ইনস্টল না করেও এবার কথা বলা যাবে স্কাইপে। স্কাইপের নতুন এই ভার্সান নিয়ে পরীক্ষা -নিরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট। অর্থাৎ অ্যাপ নয় শুধু ওয়েবেই কাজ হবে। মাইক্রোসফটের ব্লগে একথা জানানো হয়েছে।
আগামী মাসে এই নতুন পদ্ধতি ছড়িয়ে দেওয়া হবে সব জায়গায়। যেখান থেকেই ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন, সেখান থেকেই করতে পারবেন স্কাইপ কলিং। অ্যাপ ইনস্টল না করা থাকলেও সমস্যা থাকবে না।
এখন স্কাইপ ব্যবহার করা হয় অ্যাপের মাধ্যমে। কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেটে ইনস্টল করা যায় স্কাইপ।