আশুলিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
প্রকাশিত হয়েছে : ৭:৩৯:৪৫,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আশুলিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২সাভার, ২৯ ডিসেম্বর, এবিনিউজ : আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২০ যাত্রী। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, লেগুনাটি আশুলিয়ার দিকে যাচ্ছিল। বাসটি আসছিল বিপরীত দিক থেকে। ঘন কুয়াশার কারণে লেগুনা ও ছোট বাসের চালক পরিষ্কারভাবে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই একজনের মুত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরেকজনকে মৃত ঘোষণা করা হয়। এ সময় আহত হয়েছে আরও ২০ যাত্রী। নিহত দুজনের পরিচয়ও তিনি জানাতে পারেননি।