আশরফ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিত হয়েছে : ১:৩৮:৫৭,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফ আলী-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম আশরাফ আলী এর পবিত্র রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোক-সন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জানান।