আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ জিন্দাবাজার শাখায় ‘সেবা’ মাসের উদ্ভোধন
প্রকাশিত হয়েছে : ৫:০৫:০৮,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
“সেবা মাসের চেতনা বারো মাসের প্রেরণা” শীর্ষক স্লোগান নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সেবা মাসের কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসাবে ০২.১১.২০১৪ইং তারিখ সকাল ১২.০০ ঘটিকার সময় ব্যাংকের জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক মোঃ গোলাম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে কর্মসূচীর উদ্ভোধন করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ও ডেপুটি সেক্রেটারী সালাহ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী মোনায়েম খান বাবুল, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ সিলেটের আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ হারুণুর রশীদ, গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হোসেন তোফা, সাবের খাঁন, মোঃ মাহবুবুল আলম মিলন, মোঃ সাজ্জাদুর রহমান, হাফিজ কামরুল ইসলাম, ফারহান বকস, রবিন চৌধুরী প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি