‘আল্লাহ তাদের সুমতি দিক’
প্রকাশিত হয়েছে : ৯:০৮:৪৭,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে গণহত্যা চালাচ্ছে। যারা মানুষ পুড়িয়ে মারছে আল্লাহ তাদের সুমতি দিক। আসলে এসব তো খুন, গণহত্যা। যারা এটা করছে, তারা খুনের দায়ে অভিযুক্ত। কোনও মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চার দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যখন আন্দোলনের নামে শত শত মানুষকে আগুনে পোড়ানো হচ্ছে, ঠিক সে সময় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা খুবই তাৎপর্যপূর্ণ।’
আগুনে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্ব বিবেচনা করে দেশের ১৪টি প্রতিষ্ঠানে বার্ন ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। দেশে একটি আন্তর্জাতিক মানের বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। চলমান সহিংসতা থেকে বিএনপি জোটকে সরে আসারও আহ্বান জানান তিনি।