‘আল্লাহ আপনাদের বিচার করবেন’
প্রকাশিত হয়েছে : ৮:০৮:০১,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আল্লাহ আপনাদের বিচার করবেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের প্রতি মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি জামায়াতের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেন, এ রায় সঠিক নয়। আমি নির্দোষ। আল্লাহ আপনাদের বিচার করবেন। ইনশাল্লাহ। এসময় তিনি ‘আল্লাহু আকবর’ ধ্বনি উচ্চারণ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মানবতাবিরোধী ৬টি অভিযোগের মধ্যে ৩টিতে মৃত্যুদন্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহমান। এছাড়া একটিতে ২৫ বছর এবং একটিতে ৫ বছরের কারাদন্ড প্রদান করে আদালত। অপর অভিযোগে কোনো সাজা প্রদান করা হয়নি।