‘আল্লাহু আকবর’ বলে হামলা চালানো ব্যক্তি নিহত
প্রকাশিত হয়েছে : ১১:৫২:১১,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
‘আল্লাহু আকবর’ বলে হামলা চালানো এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ফ্রান্সের পুলিশ। এই ব্যক্তি একটি ধারালো ছুরি নিয়ে একদল পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের তিন সদস্যকে আহত করেন। পরে গুলি করে পুলিশ তাকে হত্যা করে।
বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফ্রান্সের ট্যুরস শহরের জোউ-লেস-ট্যুরস পুলিশ স্টেশনে হামলা করে তিন পুলিশ সদস্যকে আহত করার পর শহরের একটি স্থানে এই ব্যক্তিকে গুলি করে পুলিশ।
এই ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে ফ্রান্সের গোয়েন্দারা এএফপিকে জানিয়েছে, পুলিশের ওপর হামলাকারী এই ব্যক্তি একজন বুরুন্ডি বংশোদ্ভূত ফরাসি নাগরিক। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।
ফ্রান্সের পুলিশ ইউনিয়নের সদস্য ক্রিসটোপ ক্রেপিন দেশটির ‘২ টিভি’ চ্যানেলকে জানিয়েছেন, হামলাকারীর হাতে লম্বা একটি ছুরি ছিল। এ ধরনের ছুরি সাধারণত রান্নাঘরে ব্যবহার করা হয়।