”আ’লীগ-বিএনপির সংলাপে বসা উচিৎ”
প্রকাশিত হয়েছে : ৯:১০:২০,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ঘিরে ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম অস্থির হয়ে উঠেছে। এমন অবস্থা চলতে থাকলে দেশের সব স্থানে সহিংসতা চরম আকার ধারণ করবে। তাই দেশে শান্তি ফিরিয়ে অানতে শাসকদল আওয়ামী লীগ ও আন্দোলনরত বিএনপির জরুরিভাবে সংলাপে বসার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ অাহ্বান জানান।
তিনি বলেন, ‘সারাদেশে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে এর থেকে নিস্তারের জন্য সংলাপের বিকল্প কিছু নেই। অার এই অবস্থা চলতে থাকলে আমরা একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। তাই দেশের এই রাজনৈতিক সংকট মুহূর্ত কাটিয়ে উঠতে দ্রুত সংলাপ ও সমঝোতা হওয়া জরুরি।’
তিনি অারও বলেন, ‘ইতোমধ্যে রাজনৈতিক সহিংসতায় সারাদেশে ৯ জন নিহত হয়েছে। যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ৪ জানুয়ারি থেকে দেশ জুড়ে মানুষ অবরুদ্ধ। এ এক অসহনীয় অবস্থা। যা গত নির্বাচন পূর্ববর্তী সহিংসতাপূর্ণ পরিস্থিতির কথাই মনে করিয়ে দিচ্ছে।’
এ সময় তিনি চলমান সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অতি দ্রুত এগুলো বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন সুজন নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রমুখ।