আ’লীগ ক্ষমতায় থাকলে জনগণ শান্তিতে থাকে –হবিগঞ্জে প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০:৩১:০৬,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে বসবাস করে, উন্নয়নে গতি পায়। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে অশান্তি শুরু হয়, দেশে কলহের সৃষ্টি হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির দুই গুণ-সন্ত্রাস আর মানুষ খুন করে বলেও মন্তব্য করেন তিনি।
হবিগঞ্জের নিউফিল্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শনিবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১টায় শুরু হওয়া এ জনসভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগ সভাপতি হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির।
পরিচালনায় রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল।
জেলা ওলামা লীগের সভাপতি মওলানা আব্দুল মজিদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়।
জনসভায় গীতা পাঠ করেন প্রমথ সরকার। বাইবেল পাঠ করেন অ্যাডওয়ার্ড সাইমন সরকার ও ত্রিপিটক পাঠ করেন শীল ভদ্র মহাথেরো।
জনসভায় বক্তব্য দিয়েছেন- জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, যুগ্ম সম্পাদক মর্তুজা হাসান, মর্তুজ আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোটে নিলাদ্রী শেখর পুর কায়স্থ টিটো, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজু, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান, জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইসতিয়াজ রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
মঞ্চে রয়েছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, কেন্দ্রীয় যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।